ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে আগুনে পুড়েছে ২০ বসত ঘর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
না.গঞ্জে আগুনে পুড়েছে ২০ বসত ঘর ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় আগুনে কমপক্ষে ২০টি বসতঘর পুড়ে গেছে। এতে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।



বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাতে ফতুল্লার কায়েমপুর বিলাসনগর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ন‍ূর মোহাম্মদ ও লাল মিয়া দুই ভাইয়ের কাঠ-টিন দিয়ে নির্মিত দু’টি বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে স্থানীয় তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিকরা থাকেন।

বাড়ির মালিক ন‍ূর মোহাম্মদ জানান, দুইটি সাড়িতে কাঠ-টিন দিয়ে নির্মান করা ঘরে রাতে হঠাৎ করে আগুন লেগে যায়। পরে তা দ্রুত আশ-পাশের ঘরেও ছড়িয়ে পড়ে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মমতাজউদ্দিন আহমেদ বিষয়টি জানান।

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের কোনো সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।