রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) কর্মকর্তা পদে নিয়োগের লিখিত পরীক্ষায় জালিয়াতির দায়ে একজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয় মমতাজউদ্দিন কলা ভবনের ৪০৫নং কক্ষ থেকে তাকে আটক করা হয়।
আটক পরীক্ষার্থী চুয়াডাঙ্গার আলমডাঙ্গার আব্দুস সাত্তারের ছেলে আব্দুস সালাম। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে মাস্টার্স শেষ করেছেন।
পরীক্ষার সার্বিক দায়িত্ব থাকা রাবির ব্যবস্থাপনা বিভাগের সভাপতি অধ্যাপক জিন্নাত আরা বেগম বাংলানিউজকে জানান, আব্দুস সালাম মমতাজউদ্দিন কলা ভবনে পরীক্ষা দিচ্ছিলেন। একপর্যায়ে কাগজপত্রে জালিয়াতি ধরা পড়ে। পরে তিনি স্বীকার করেন, বন্ধুর পরিবর্তে তিনি পরীক্ষা দিতে এসেছেন। এরপর তাকে বহিষ্কার করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অশোক চৌহান জানান, জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
এসআর