দিনাজপুর: দিনাজপুর ঘোড়াঘাটের বলগাড়ী এলাকায় নাজমা বেগম (২২) নামে এক গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত নাজমা ঘোড়াঘাট উপজেলার বলগাড়ী এলাকার মো. রুবেলের স্ত্রী।
দিনাজপুর ঘোড়াঘাট থানার পরিদর্শক (ওসি তদন্ত) বাংলানিউজকে জানান, জু’মার নামাজের আগে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে রুবেল তাদের শোবার ঘরে নাজমাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
পিসি