ঢাকা: রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত হয়েছে ‘ঊনসত্তরের শহীদ সার্জেন্ট জহুরুল হক স্মরণে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০১৬’। এতে শিশু ও কিশোর, এ দুই বিভাগে চারজন করে মোট আটজন সেরা প্রতিযোগী নির্বাচিত হয়।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পযন্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিরতণ করা হয়। এতে নগরীর বিভিন্ন স্কুলের ১শ ১২ জন শিক্ষার্থী অংশ নেয়।
মুক্তিযুদ্ধ জাদুঘর ও শহীদ সার্জেন্ট জহিরুল হকের পরিবারের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেরা শিশু চিত্রশিল্পী ছাড়াও দুই বিভাগ থেকে পাঁচজন করে আরও ১০ শিক্ষার্থীকে শহীদ সার্জেন্ট জহিরুল হকের পরিবারের পক্ষ থেকে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে।
এছাড়া অংশ নেওয়া অন্য সব শিক্ষার্থীদের মধ্যে সান্তনা পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
শিশু শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ‘শিশু বিভাগ’, এ বিভাগের শিক্ষার্থীরা তাদের ‘ইচ্ছেমতো’ ছবি এঁকেছে। আর পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত কিশোর বিভাগের শিক্ষার্থীদের ছবি আঁকার বিষয় ছিলো ‘স্বাধীনতা’।
ছবি আঁকা শেষে উপস্থিত শিশুরা তাদের ইচ্ছেমতো কেউ ছড়া, কবিতা ও গান গেয়ে শুনিয়েছে। এছাড়া অনুষ্ঠানে ‘ঘাসফুল শিশু-কিশোর সংগঠন’র শিশুশিল্পীরা দেশাত্মবোধক গান গেয়েছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি স্পিকার ও আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি কর্নেল (অব.) শওকত আলী এমপি ও আগরতলা ষড়যন্ত্র মামলার আরেক আসামি আব্দুল জলিল।
এসময় শওকত আলী বলেন, ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ছিলাম আমরা ৩৫ জন। তাদের মধ্যে প্রথম শহীদ হন সার্জেন্ট জহিরুল হক। এখন আমরা আর সাতজন বেঁচে আছি। এই মামলার প্রধান অভিযুক্ত ছিলেন শেখ মুজিবুর রহমান।
দেশের ইতিহাস পড়তে পরামর্শ দিয়ে শিশুদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা একদিন এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এজন্য তোমাদেরকে দেশের স্বাধীনতা ও রাজনৈতিক ইতিহাস জানতে হবে।
এছাড়া অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্ট্রি ও সদস্য সচিব মফিদুল হক, ট্রাস্ট্রি জিয়াউদ্দিন তারিক আলী, ট্রাস্ট্রি ড. সারোয়ার আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহিরুল হক হলের প্রভোস্ট অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন, মুক্তিযুদ্ধ জাদুঘরের মহাব্যবস্থাপক একেএম মাহবুবুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
চিত্রাঙ্কন প্রতিযোগীদের সেরা ছবি নির্বাচনে বিচারকের দায়িত্ব পালন করেন চিত্রশিল্পী মনিরুজ্জামান ও অশোক কর্মকার। অনুষ্ঠানে শিশুদের অভিভাবক ও শিক্ষকরাও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
টিএইচ/এসএস