রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধে দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ সময় একপক্ষ আরেকপক্ষের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার করটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে, মনু মিয়া, বাদশা মিয়া, বকুল মিয়া, মোরশেদ মিয়া, মফিজ উদ্দিন, রতন মিয়া, আলম হোসেন, শাহিন মিয়ার নাম জানা গেছে। এদের মধ্যে মনু মিয়া ও বাদশা মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, করটিয়া এলাকার মনু মিয়ার সঙ্গে একই এলাকার আলম মিয়ার ৯ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। শুক্রবার দুপুরে জমি পরিমাপ করে সীমানা চিহ্নিত করতে যান মনু মিয়াসহ তার পরিবারের লোকজন।
এ নিয়ে মনু মিয়ার লোকজনের সঙ্গে আলম মিয়ার লোকজনের তর্ক হয়। একপর্যায়ে আলম মিয়ার লোকজন ধারালো অস্ত্র নিয়ে মনু মিয়ার লোকজনের ওপর হামলা করে দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। এতে নারীসহ অন্তত ১২ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় ফের সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বাংলানিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তদন্ত সাপেক্ষে উভয়পক্ষের লোকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
এসআর