ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

স্কুলছাত্রকে মারধরের অভিযোগে যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
স্কুলছাত্রকে মারধরের অভিযোগে যুবক আটক

লালমনিরহাট: লালমনিরহাটে কামরান আলম নামে এক স্কুলছাত্রকে মারধরের অভিযোগে সোহাগ হোসেন (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
 
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে শহরের পূর্ব থানা পাড়ার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।


 
আটক সোহাগ পূর্ব থানা পাড়ার টুলু চৌধুরীর ছেলে। আহত কামরান পূর্ব থানা পাড়ার পত্রিকা এজেন্ট সাজিদ আলমের ছেলে। সে লালমনিরহাট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, বাড়ির পাশে একটি মাঠে কামরানসহ কয়েকজন শিশু-কিশোর ক্রিকেট খেলছিল। এ সময় ক্রিকেট বল সোহাগের বাসায় ঢুকে পড়ে। কামরান বলটি আনতে ওই বাসায় যায়। এ সময় তাকে লাঠি দিয়ে মারধর করে সোহাগ।
 
কামরানের চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে তারা।
 
এ ঘটনায় কামরানের বাবা সাজিদ আলম বাদী হয়ে শুক্রবার দুপুরে লালমনিরহাট সদর থানায় অভিযোগ করেন। পুলিশ অভিযোগ আমলে নিয়ে সোহাগকে তার বাসা থেকে আটক করে।
 
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম মাহফুজুর রহমান বাংলানিউজকে জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে সোহাগকে আটক করা হয়েছে।  
 
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬      
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।