ঢাকা: ফুটপাত দখলমুক্ত করতে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।
তিনি বলেন, যে এলাকায় ফুটপাত দখল হবে সেই থানায় চলে যাবেন মেয়র-কাউন্সিলরা।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর জাতীয় মুকুল ফৌজ মাঠে ‘সবুজ ঢাকা ক্যাম্পেইন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে নগরীকে সবুজ করার লক্ষ্যে নগরবাসী-শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা ও মাটি বিতরণ করা হয়।
মেয়র বলেন, রাস্তা-ফুটপাতসহ মূল জায়গাগুলো খালি করা হচ্ছে। এসব মুক্ত করতে কাউন্সিলর থেকে শুরু করে সবাই এবার মেয়রের পলিটিক্যাল মাস্তানি দেখবে।
‘ফুটপাত পরিষ্কার করা শুরু করেছি, এপ্রিলের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। কারও ওপর অত্যাচার করতে চাই না, যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের জন্য কিছু করার চেষ্টা করছি। ’
যেসব ফুটপাত মুক্ত করা হচ্ছে তা যেনো দখল না হয়, যেসব জায়গায় ময়লা পরিষ্কার করা হচ্ছে তা যেনো আর অপরিষ্কার না হয় সেজন্য সবার সহযোগিতা চান তিনি।
গাছ লাগানোর বিষয়ে তিনি বলেন, আমাদের একার পক্ষে সম্ভব নয়, যদি না সবাই মিলে চেষ্টা করে গাছ লাগাই। আগামী পাঁচ বছরের মধ্যে কাজটা বড় নয় রেজাল্ট অনেক বড়।
তিনি বলেন, উত্তর সিটি করপোরেশনে এক লাখ ৭৬ হাজার ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটে একটি করে গাছ লাগালে এক বছরে অনেক গাছ হয়ে যাবে।
সবুজ নগরী গড়তে নিজ বাসা, হাসপাতাল, রাস্তায় রাস্তায়, স্কুলসহ সব প্রতিষ্ঠানে একটি করে গাছ লাগাতে নগরবাসীর প্রতি অনুরোধ জানান মেয়র।
ঠিকাদার ও উন্নয়ন সহযোগীদের রাস্তার পাশে গাছ লাগানো ও নতুন বাড়ি করলে তাদের জন্য গাছ লাগানো বাধ্যতামূলক করে দেওয়া হবে বলেও জানান মেয়র।
‘উত্তর সিটি করপোরেশনের ৬০ শতাংশ জায়গায় শক্তিশালী সিসি ক্যামেরা লাগানো শুরু হয়েছে। মার্চের মধ্যে ৫শ ২০টি লাগানো ও জুনের মধ্যে ১১শ লাগানো হবে। এ ক্যামেরায় অন্ধকারের মধ্যেও আপনার চেহারা দেখা যাবে। ’
যতো জোরে গাড়ি চালান আপনার চেহারা, গাড়ি বের করা সম্ভব হবে। যারা মাস্তানি, ইভটিজিং করছেন- দয়া করে বন্ধ করেন, আপনার চেহারা, অপকর্ম লুকিয়ে রাখতে পারবেন না বলে হুঁশিয়ার করেন মেয়র।
শিক্ষার্থীদের আশ্বাস দিয়ে মেয়র বলেন, সিটি করপোরেশনের উদ্যোগে ১৫ মে’র মধ্যে অ্যাপস তৈরি করে দেওয়া হবে। ইভটিজিং, গন্ডগোলের ছবি দিলে ব্যবস্থা নেওয়া হবে।
উত্তর সিটি করপোরেশনের কন্ট্রোল বোর্ড এমনভাবে সাজানো হবে যাতে বাড়ি, গলি, ড্রেনসহ সব জিআইএস সিস্টেম দিয়ে কন্ট্রোল করা হবে বলে জানান মেয়র।
৩নং ওয়ার্ড কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মো. হামিদুর রহমান, কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আ ক ম মো. জামাল উদ্দিন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
আরইউ/এসএস