ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

আখাউড়ায় ট্রাক্টরচাপায় স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
আখাউড়ায় ট্রাক্টরচাপায় স্কুলছাত্রের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রাক্টরচাপায় জুয়েল মিয়া (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে পৌর এলাকার দুর্গাপুরে এ দুর্ঘটনা ঘটে।



জুয়েল দুর্গাপুর গ্রামের নোমান মিয়ার ছেলে। সে খড়মপুর শাহপীর কল্লা শহীদ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানায়, জুয়েল মাঝে-মধ্যে ট্রাক্টরের সহযোগী হিসেবে কাজ করতো। শুক্রবার সকালে সে এ কাজে বের হয়। বাড়ির কিছু দূরে যাওয়ার পর চালক হঠাৎ ব্রেক কষলে ট্রাক্টর থেকে ছিটকে পড়ে সে। এ সময় ট্রাক্টরের নিচে চাপা পড়ে সে গুরুতর আহত হয়।

তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে পরে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য জুয়েলের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।