ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নাসিরনগরে গৃহকর্তার রহস্যজনক মৃত্যু, স্ত্রী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
নাসিরনগরে গৃহকর্তার রহস্যজনক মৃত্যু, স্ত্রী আটক

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে নূর মোহাম্মদ (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।



রাতের কোনো এক সময় গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন তার স্ত্রী কুলসুম বেগমকে (৪৮)। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের তাকে আটক করেছে পুলিশ।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জানান, নূর মোহাম্মদ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন তার স্ত্রী কুলসুম। তবে পুলিশ মরদেহের গলায় ফাঁস লাগানোর দাগ দেখতে পেলেও ওড়নাটি পায়নি। এছাড়া কুলসুম বেগমের কথাবার্তা সন্দেহজনক মনে হয়েছে। এজন্য জিজ্ঞাসাবাদের জন্য  তাকে আটক করা হয়েছে।

ওসি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।