গোপালগঞ্জ: দুর্বৃত্তদের হামলায় নিহত গোপালগঞ্জ জেলা মোটর শ্রমিক নেতা শেখ সাইদুর রহমান বাসুর দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বাদ জুমা শহরের কাড়ারগাতি বিদ্যুৎ প্লান্ট সংলগ্ন মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেয়।
এরআগে একই স্থানে জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক চৌধুরী, গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জালাল উদ্দীন, লতিফপুর ইউপি চেয়ারম্যান ফখরুল বাশার, জেলা বাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান লিটন, নিহতের ভাই জাসু শেখ এবং ছেলে ও মেয়ে বক্তব্য রাখেন।
এদিকে, বাসুর ওপর হামলার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে জেলার অভ্যন্তরীণ রুটসহ গোপালগঞ্জ থেকে দুরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
বুধবার রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন বাসু। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
এসআর