ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
বরিশালে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

বরিশাল: বরিশালে নগরীরর ধানগবেষনা রোড সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় আবু সালেহ (১২) নামে এক শিশু নিহত হয়েছে।

শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়ির সামনের রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।



মৃত আবু সালেহ বরিশাল নগরীর ধানগবেষনা রোড সংলগ্ন এলাকার বাসিন্দা নাসিরের ছেলে।

পরে সকাল ১১টার দিকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মাসুদ মোল্লা তাকে মৃত বলে ঘোষণা করেন।

চিকিৎসক মাসুদ মোল্লা বাংলানিউজকে জানান, শিশুটির মৃতদেহের সুরতহাল ও ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।