ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় মামলা, গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
ঝিনাইদহে স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় মামলা, গ্রেফতার ২ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় ঝিনাইদহে স্কুলছাত্রী পূজাকে ছুরিকাঘাত করার ঘটনায় মামলা হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) রাতে পূজার বাবা বিপুল মজুমদার বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন।

এ ঘটনায় মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন-রুহুল আমিন ও তার স্ত্রী রুপা বেগম।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বাংলানিউজকে জানান, স্কুলছাত্রীকে আহত করার ঘটনায় তার বাবা বিপুল মজমুদার রাতে ৫ জনের নাম উল্লেখ করে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

পরে পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বখাটে লিটুর সহযোগী রুহুল আমিন ও তার স্ত্রী রুপা বেগমকে গ্রেফতার করে।
বখাটে লিটু ও মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি।

প্রেমের প্রস্তাব প্রত্যখ্যান করায় সোমবার সন্ধ্যায় বখাটে লিটু স্কুলছাত্রী পূজাকে ছুরিকাঘাত করে। বর্তমানে পূজা ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
আরএ
**
ঝিনাইদহে বাসায় ঢুকে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।