ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জের দুই উপজেলায় ৩২ জেলে আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
মানিকগঞ্জের দুই উপজেলায় ৩২ জেলে আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় মানিকগঞ্জের শিবালয় ও দৌলতপুর উপজেলার পদ্মা ও যমুনার বিভিন্ন এলাকা থেকে ৩২ জেলেক আটক করেছে পুলিশ।

সোমবার (২৪ অক্টোবর) মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত পৃথকভাবে  অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট শাখা নৌ-পুলিশের ইনচার্জ সামছুল আলম বাংলানিউজকে জানান, এখন ইলিশের প্রজনন মৌসুম। এজন্য ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা, বিক্রি ও মজুদ করা নিষিদ্ধ করেছে সরকার। সরকারি এ সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে রাতভর শিবালয় উপজেলার পদ্মা-যমুনার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ইলিশ শিকারের দায়ে ২৮ জেলেক আটক করা হয়।

এছাড়া দৌলতপুর উপজেলার যমুনা নদীতে ইলিশ শিকারের দায়ে চার জেলেকে আটক করে পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

আটক জেলেদের দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।