ঢাকা: রাজধানী গুলশানের ডিসিসি মার্কেটে ভেজালবিরোধী অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ অক্টোবার) বেলা ১টায় এ অভিযান শুরু হয়।
বিভিন্ন প্রসাধনী দোকানে এ অভিযান পরিচালিত হচ্ছে বলে পাশের দোকানিরা জানিয়েছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হচ্ছে। সঙ্গে রয়েছেন- গুলশান থানা পুলিশ ও বিএসটিআই’র কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এসজেএ/বিএস