ঢাকা: ইতালীয় নাগরিক তাবেলা সিজার হত্যা মামলায় বিএনপির সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুমসহ সাত জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত।
মঙ্গলবার (২৫ অক্টোবর) ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ অভিযোগ গঠন করেন।
চার্জ গঠনের মধ্যদিয়ে তাবেলা সিজার হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। গত ২৪ আগস্ট চার্জশিট আমলে নিয়ে পলাতক দুই আসামি কাইয়ুম কমিশনার ও সোহেল ভাঙ্গারীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।
অপর ছয় আসামি হলেন- এম এ কাইয়ুমের ভাই আবদুল মতিন, তামজীদ আহমেদ ওরফে রুবেল ওরফে শুটার রুবেল, রাসেল চৌধুরী ওরফে চাক্কি রাসেল, মিনহাজুল আরেফিন রাসেল ওরফে ভাগনে রাসেল, শাখাওয়াত হোসেন ওরফে শরিফ ও মো. সোহেল।
আসামিদের মধ্যে তামজীদ, রাসেল চৌধুরী, মিনহাজুল ও শাখাওয়াত আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
গত ২৮ জুন আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন ডিবি পুলিশের পরিদর্শক গোলাম রাব্বানী। বিদেশিকে হত্যা করে দেশ-বিদেশে আতঙ্ক ছড়িয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এই হত্যাকাণ্ড চালানো হয় মর্মে চার্জশিটে উল্লেখ করা হয়েছে।
২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে গভর্নর হাউজের সীমানা প্রাচীরের বাইরের ফুটপাতে তাবেলা সিজারকে (৫১) হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬/আপডেট: ১৩২৫, ১৩৪৮ ঘণ্টা
এমআই/টিআই