খুলনা: কোচিং ব্যবসা বন্ধ করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে দেওয়ার দাবিতে খুলনায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় মহানগরীর পিকচার প্যালেস মোড়ে নাগরিক জোট, খুলনার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন নাগরিক সমাজের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আ ফ ম মহসিন। অনুষ্ঠান পরিচালনা করেন জনউদ্যোগের সদস্য সচিব মহেন্দ্র নাথ সেন।
এতে বক্তব্য রাখেন- সেফ’র সমন্বয়কারী আসাদুজ্জামান, গ্লোবাল খুলনার আহ্বায়ক শাহ্ মামুনুর রহমান তুহিন, খুলনা সচেতন নাগরিক সমাজের নেতা শাহ্ মো. অহিদুজ্জামান, পদ্মা অববাহিকা গণসংগ্রাম পরিষদের নেতা শাহিন মাহামুদ, রেজাউল আলম চৌধুরী বিপ্লব, প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা বাণিজ্য নয়, শিক্ষা আমার অধিকার। তাই শিক্ষাকে কোনোভাবে যেন কতিপয় অসাধু ব্যক্তিরা পুঁজি না করতে পারে সে দিকে সবাইকে নজর রাখতে হবে। বর্তমান সরকার শিক্ষাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু কতিপয় শিক্ষকরা এই মহান পেশাকে কলুষিত করার ষড়যন্ত্র করছে। এই শিক্ষকদের বিরুদ্ধে কোচিং বিরোধী যে অভিযান চলছে তা অব্যাহত রাখতে হবে।
মেডিকেল কোচিং, বিশ্ববিদ্যালয় কোচিংসহ সব ধরনের কোচিং বন্ধ করতে হবে। কোনোভাবে যেন ‘ভাইয়া’ নামে শিক্ষকরা সমাজের ক্ষতি করতে না পারে সেদিকেও সবাইকে লক্ষ্য রাতে হবে বলেও জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, সরকারি-বেসরকারি স্কুলগুলো মডেল টেস্টের নামে অর্থ উপার্জন করছে। এভাবে চলতে থাকলে সরকারের যে পরিকল্পনা তা আদৌ বাস্তবায়িত করা যাবে না। তাই কোচিং বিরোধী অভিযানের পাশাপাশি নোটবই বিক্রি এবং নোটবই সরবরাহকারীকেও আইনের আওতায় আনতে হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলের উপ-পরিচালক টি এম জাকির হোসেন বাংলানিউজকে বলেন, শিক্ষা মন্ত্রণালয় প্রণীত কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালার আলোকে কোচিং বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ইতিমধ্যে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরার বিভিন্ন সরকারি-বেসরকারি স্কুল ও কোচিং সেন্টারে এ অভিযান পরিচালনা করে অনেককে সতর্ক করা হয়েছে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নির্দেশ অনুযায়ী শিক্ষার্থীদের প্রাইভেট না পড়িয়ে ক্লাসে পড়াতে শিক্ষকদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে। এরপরও যারা আইন মানবেন না তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জাকির হোসেন।
বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এমআরএম/জিপি/এমজেএফ