ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

‘দুদককে অন্যভাবে কাজ করতে হবে’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
‘দুদককে অন্যভাবে কাজ করতে হবে’ ছবি: ডিএইচ বাদল -বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশে বিনিয়োগের পরিবেশ তৈরি করতে দুদককে নতুনভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি আলমগীর শামসুল আলামিন।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে রিহ্যাবের ‘রজতজয়ন্তী উদযাপন’ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, দেশে বিনিয়োগের পরিবেশ তৈরি করতে দুদককে অন্যভাবে কাজ করতে হবে। কেবল চিঠি দিয়ে সমাজে আতঙ্ক সৃষ্টি করলে দেশের টাকা বিদেশে চলে যাবে ও মানুষ টাকা লুকানোর কৌশল রপ্ত করবে। দুদকের কথিত চমক না দেখিয়ে দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জনের পথ বন্ধ করতে হবে। সরকারি অফিসের দুর্নীতি সম্পূর্ণ বন্ধ করতে হবে।

‘মূলত ডিজিটাল পদ্ধতি যতোবেশি কার্যকর হবে দুর্নীতি এমনিতেই কমে আসবে। প্রতিদিন রিহ্যাবে দুদক থেকে তিন থেকে চারটি চিঠি আসে, যা বাজারে আতঙ্ক ছড়িয়ে দেয়।

তিনি আরো বলেন, এখন নানা কারণে রিহ্যাব সদস্যরা সংকটে পড়েছে। এজন্য সরকারের সঙ্গে আমরা দেন দরবার করছি। এখাতে সংকট দেখা দেওয়ায় ঢাকা সিটির উন্নয়নে গতি কমে এসেছে। ২০২১ ও ২০৪১ সালের উন্নতির টার্গেট বাস্তবায়ন করতে হলে যতো দ্রুত সম্ভব এ সেক্টরকে চাঙা করতে হবে।

রিহ্যাবের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি নুরন্নবী চৌধুরী শাওন এমপি বলেন, ২০২০ সাল থেকে চাহিদার তুলনায় ফ্ল্যাট নির্মাণ কম হবে অর্থাৎ চাহিদা এখনকার তুলনায় বেড়ে যাবে। পুরো আশুলিয়া এলাকা হবে শিল্প শহর।

এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন রিহ্যাবের সহ-সভাপতি লিয়াকত আলী ভূঁইয়া, রিহ্যাবের সহ-সভাপতি আবুল ফাত্তাহ আহকাম উল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬

ইউএম/এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।