ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে হত্যার দায়ে একজনের ফাঁসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
গাজীপুরে হত্যার দায়ে একজনের ফাঁসি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: গাজীপুরে তিন বছর আগে সিএনজিচালিত অটোরিকশা চালক পারভেজ ভূইয়াকে (২৮) হত্যার দায়ে একজনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। একইসঙ্গে ফাঁসির দণ্ডপ্রাপ্তকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক এ রায় প্রদান করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত নরসিংদীর শিবপুর থানার গড়বাড়ি এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে রিপন (২৭)।

আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম বাংলানিউজকে বিষয়টি জানান।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৪ জুন ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন পারভেজ। ওইদিন রাতে পারভেজ আর বাসায় ফেরেন নি। অনেক খোঁজাখুঁজি শেষে পরদিন বিকেলে গাজীপুরের কাপাসিয়া থানার চরনিলক্ষ্মী এলাকায় সাদত আলীর কলাবাগানে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহের খবর পান পারভেজের পরিবারের লোকজন। পরে তারা ঘটনাস্থলে গিয়ে পারভেজের মরদেহ সনাক্ত করেন।

এঘটনায় নিহতের চাচা মো. কিরণ ভূঁইয়া বাদী হয়ে কাপাসিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. জসিম উদ্দিন তদন্ত শেষে রমজান, মোবারক, বিল্লাল, কাজল, আকরাম, রিপন ও সাদ্দাম হোসেনের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন।

মঙ্গলবার দুপুরে মামলায় শুনানি শেষে দোষী সাব্যস্ত হওয়ায় রিপনকে ফাঁসির আদেশ ও ১০ হাজার টাকা জরিমানা করেন। বাকি আসামিদের খালাস প্রদান করা হয়। রায় প্রদানের সময় দণ্ডপ্রাপ্ত রিপন আদালতে উপস্থিত ছিল।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন হারিজ উদ্দিন আহম্মদ এবং আসামিপক্ষে ছিলেন মাহমুদুল আলম ও মো. ওয়াহিদুজ্জামান আকন।

গাজীপুর আদালত পরিদর্শক মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬/আপডেটেড: ১৬২২ ঘণ্টা
আরআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।