ঢাকা: হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা (সিএসও) রাশেদা সুলতানাকে অপসারণের অনুরোধ জানিয়ে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন বিমানবন্দরের নিরাপত্তা ও পাশ ইস্যু শাখার কর্মকর্তা কর্মচারীরা।
মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তা কর্মচারীরা মন্ত্রণালয়ে এ চিঠি দেয়।
চিঠিতে বিমানবন্দরের কর্মকর্তারা উল্লেখ করেন, রাশেদা সুলতানা কর্মকর্তা কর্মচারীদের সাথে সব সময় খারাপ ব্যবহার করেন। কেউ খারাপ ব্যবহারের প্রতিবাদ করলেই তার চাকরি খেয়ে নেবেন বলে হুমকি দেন। শুধু তাই নয় রাশেদা সুলতানা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পারিবারিক সদস্য বলেও প্রচারণা চালাচ্ছেন। এ অবস্থায় কর্মকর্তা কর্মচারীরা আতঙ্কে আছেন। তাই সিএসও পরিবর্তন করে যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় নিয়োগের অনুরোধ জানানো হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিমানবন্দরের এক কর্মকর্তা বাংলানিউজকে বলেন, রাশেদা সুলতানা সিএসও এর দায়িত্ব পেয়েছেন তিন মাসও হয়নি। এরই মধ্যে তিনি শেখ পরিবারের সদস্য বলে উল্লেখ করে নানা ধরনের কর্মকাণ্ড চালাচ্ছেন। দুর্নীতি তার মধ্যে উল্লেখযোগ্য। তিনি বিভিন্নভাবে অবৈধ উপায়ে আর্থিক সুবিধা নিচ্ছেন। যার প্রতিবাদ করলেই তিনি বঙ্গবন্ধুর পারিবারিক সদস্য বলে হুমকি দিচ্ছেন।
তবে এসব বিষয়ে মোবাইলে রাশেদা সুলতানার সাথে যোগাযোগ করা হলে তিনি বাংলানিউজকে বলেন, আমি এ বিষয়ে কোনো মন্তব্যই করবো না। যার যা ইচ্ছা বলতেই পারে। তাতে আমার কিছু আসে যায় না।
বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
ইউএম/আরআই