ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িলে বাসচাপায় পথচারীর মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
কুড়িলে বাসচাপায় পথচারীর মৃত্যু ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর কুড়িল ফ্লাইওভারের সংলগ্ন রাস্তায় বাসচাপায় নিহত হয়েছেন অজ্ঞাত পরিচয়ের এক পথচারী। মঙ্গলবার ( ২৫ অক্টোবর) বিকেল পৌনে চারটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় রাইদা পরিবহনের একটি বাস ( ঢাকা মেট্রো-ব-১১ ৮৭৮০) ওই পথচারীকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে উপস্থিত জনতা বাসটিকে থামিয়ে এর চালককে আটক করতে সমর্থ হয়। বাসচাপায় ঘটনস্থলেই মারা যান ওই পথচারী।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
আরএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।