কিশোরগঞ্জ: নিম্নমানের ইট ও সিমেন্ট ব্যবহার করায় কিশোরগঞ্জের অষ্টগ্রাম-ভাতশালা সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের সাঈদ কাজ বন্ধ করার নির্দেশ দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ বাংলানিউজকে বলেন, দুপুরে অষ্টগ্রাম-ভাতশালা রাস্তার নির্মাণ কাজ পরিদর্শন করতে গিয়ে দেখি; খুবই নিম্নমানের ইট ও সিমেন্ট ব্যবহার করা হচ্ছে। এ সময় ঠিকাদারদের নিম্নমানের ইট ও সিমেন্ট সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। এছাড়া যতোদিন পর্যন্ত রাস্তার কাজে ভালো মানের ইট ও সিমেন্ট ব্যবহার করা না হবে ততোদিন কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
বিএসকে/এসআই