মানিকগঞ্জ: মাদকদ্রব্যের অবৈধ পরিবহন দণ্ডনীয় অপরাধ, এই অপরাধের সর্ব্বোচ শাস্তি মৃত্যুদণ্ড-এ স্লোগানে মানিকগঞ্জে মাদকবিরোধী স্টিকার বিতরণ করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
সোমবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে মানিকগঞ্জ বিজয় মেলা মাঠ সংলগ্ন এলাকায় এ স্টিকার বিতরণ করা হয়।
এ সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরির্দশক সাইফুল ইসলাম, উপ-পরিদর্শক সেরাজুল ইসলাম, ট্রাফিক সার্জেন্ট আবুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন।
শহরে চলাচলকারী কয়েকশ’ অটোবাইক, লেগুনা, টেম্পো ও অটোরিকশায় মাদক বিরোধী এ স্টিকার লাগানো হয়।
বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
আরএ