ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে আক্তার হোসেন (৩০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।
সোমবার (০৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউদ্দিন মরদেহ উদ্ধারের বিষয়টি বাংলানিউজকে জানান।
তিনি বলেন, ভোরে তেজগাঁওয়ের পশ্চিম নাখালপাড়া এলাকায় ছয়তলা একটি বাড়িতে গ্রিল বেয়ে নিচতলা থেকে উপরে ওঠার সময় নিচে পড়ে যান আক্তার হোসেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
এজেডএস/এএটি/জেডএস