ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে কলেজ ছাত্রীর বিষপানে মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
রাজধানীতে কলেজ ছাত্রীর বিষপানে মৃত্যু

রাজধানীর শাহাজাহানপুর মায়ের সঙ্গে অভিমান করে সায়মা আক্তার মুক্তা (১৯) নামে এক কলেজ ছাত্রী বিষপান করে আত্মহত্যা করেছেন বলে স্বজনরা জানিয়েছেন।

ঢাকা: রাজধানীর শাহাজাহানপুর মায়ের সঙ্গে অভিমান করে সায়মা আক্তার মুক্তা (১৯) নামে এক কলেজ ছাত্রী বিষপান করে আত্মহত্যা করেছেন বলে স্বজনরা জানিয়েছেন।

বুধবার (০৯ নভেম্বর) সন্ধ্যায় দক্ষিণ শাহাজাহানপুর রেলওয়ে কলোনির বাড়ি নং ৩৭/এ-এম এর ৩য় তলায় ঘটনাটি ঘটে।

প্রথমে স্থানীয় হাসপাতাল পরে মুমূর্ষু অবস্থায় মুক্তাকে ঢামেকে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত সাড়ে ১১টায় মৃত ঘোষণা করেন।

মৃত মুক্তার পিতা আবু নাসির মিয়া জানান, তার মেয়ে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।

তিনি বলেন, মুক্তা মোবাইলে সারাক্ষণ ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে। এ নিয়ে তার মা পারভিন মুক্তাকে বকাবকি করে করায় সে বিষপান করে বলে ধারণা করছি।

ঢামেকে পুলিশ বক্স এর উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া মুক্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৫৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
এজেডএস/এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।