ময়মনসিংহ: ময়মনসিংহে গুলিবিদ্ধ ডাকাত সর্দার মাহবুব আলম (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেল ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে জানান ময়মনসিংহ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম।
এর আগে বুধবার (০৯ নভেম্বর) দিবাগত রাতে ত্রিশাল থানার বৈলর বাজারের পাশে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে বিভিন্ন পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানে ডাকাতি চলছিলো। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতদল পিকআপে করে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের পেছন থেকে ধাওয়া করলে সদর উপজেলার বেলতলী ব্রিজ নামক স্থানে ডাকাত দলের হাতে থাকা ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। ছুরির আঘাতে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পরিমল ও কনস্টেবল আবু শামা আহত হন।
এ সময় পুলিশ সাত রাউন্ড গুলি ছুড়লে ডাকাত সর্দার মাহাবুব আলম আহত হন। পরে সর্দার মাহবুবসহ চার ডাকতকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।
**ময়মনসিংহে ৪ ডাকাত আটক, গুলিবিদ্ধ-১
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
এমএএএম/এএটি/বিএস