ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে এমএন লারমার মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
রাঙামাটিতে এমএন লারমার মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এমএন লারমার ৩৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উদ্যোগে রাঙাম‍াটিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটি: এমএন লারমার ৩৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উদ্যোগে রাঙাম‍াটিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেলার সভাপতি সুবর্ণ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশিষ রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।

এছাড়াও বক্তব্য রাখেন- পার্বত্যঞ্চল আদিবাসী ফোরামের সভাপতি প্রকৃত রঞ্জন চাকমা, আদিবাসী লেখক ফোরামের সভাপতি কবি শিশির চাকমা, রাঙামাটি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মংসানু চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।