ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেটকারের ধাক্কায় কিশোর নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেটকারের ধাক্কায় কিশোর নিহত

ব্রাহ্মণবাড়িয়া শহরের পীরবাড়ি এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় হোসেন মিয়া (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। 

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া শহরের পীরবাড়ি এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় হোসেন মিয়া (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।  

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোর পীরবাড়ি এলাকার তোতা মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুর রহমান জানান, দুপুরে দ্রুতগতির একটি প্রাইভেটকার পথচারী ওই কিশোরকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।  

দুর্ঘটনার পর প্রাইভেটকার ফেলে এর চালক পালিয়ে গেছে বলেও জানান ওসি।  

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।