ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে মাদক বিক্রেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
রংপুরে মাদক বিক্রেতা গ্রেফতার

রংপুরের কোতেয়ালি থানা পুলিশ মাদক বিক্রেতা মো. সেলিমকে (৫০)  গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে বেশ কিছু হেরোইন জব্দ করা হয়েছে।

রংপুর: রংপুরের কোতেয়ালি থানা পুলিশ মাদক বিক্রেতা মো. সেলিমকে (৫০)  গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে বেশ কিছু হেরোইন জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত সেলিম নগরীর পূর্ব বাবুখা এলাকার  মৃত. কোরবান আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় বিভিন্ন অপরাধে ১২টি মামলা রয়েছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সেলিমকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, আসামির বাড়িতে তল্লাশি চালিয়ে একশ’ পিস করা হেরোইন জব্দ করে তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬

এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।