ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সারিয়াকান্দিতে পৌর মেয়রের বাসায় দুর্বৃত্তদের হামলা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
সারিয়াকান্দিতে পৌর মেয়রের বাসায় দুর্বৃত্তদের হামলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সারিয়াকান্দিতে পৌর মেয়রের বাসায় হামলা চালিয়ে একটি মোটরসাইকেলসহ ঘরের দরজা-জানালা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

সারিয়াকান্দি (বগুড়া): সারিয়াকান্দিতে পৌর মেয়রের বাসায় হামলা চালিয়ে একটি মোটরসাইকেলসহ ঘরের দরজা-জানালা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

 

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে পৌর এলাকার হিন্দুকান্দি এলাকার পৌর মেয়র আলমগীর শাহী সুমনের ‍বাসায় এ হামলার ঘটনা ঘটে।

পৌর মেয়রের স্ত্রী শাহানাজ পারভীন বাংলানিউজকে বলেন, বিকেলে একদল দুর্বৃত্ত বাড়ির ভেতরে ঢুকে তার স্বামী সুমনকে খুঁজতে থাকে। এ সময় তারা সুমনকে না পেয়ে একটি মোটরসাইকেলসহ ঘরের দরজা-জানালা ভাঙচুর করে চলে যায়।

তিনি আরও বলেন, ঘটনার পর থেকে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

সারিয়াকান্দি থানার উপ পরিদর্শক (এসআই) এনায়েত বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন কর‍া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।