বগুড়া: বগুড়া পৌরসভার ১নং ওয়ার্ডে বর্জ্য অপসারণ ও ১১নং ওয়ার্ডে বৈদ্যুতিক বাতির ব্যবস্থাকরণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে শহরের একটি অভিজাত হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ডালিয়া খাতুন রিক্তা ও শহর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক গাজী শায়লা ইসলাম মুক্তা আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর।
সভায় বক্তব্য দেন পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সার্জিল আহমেদ টিপু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হুদা পপন, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হেফাজত আরা মিরা, সাংগঠনিক সম্পাদক নাসরিন বেগম, জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক আবুল বাশার ও সহ মৎস্যজীবী সম্পাদক নাজমা বেগম, জেলা শ্রমিক দলের সভাপতি আবদুল ওয়াদুদ, জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক বিলাসী রানী, যুব বিষয়ক সম্পাদক শিল্পী বেগম, স্বর্ণা বেগম, আইভি আকতার নুপুর, গুলশান আরা বেগম, নাযাহ রাইদাহ বৃন্ত, আবদুল জব্বার টুকু, নয়ন ইসলাম, আলী হায়দার মিঠু, ফারুক সোহেল ও সাজু প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
এমবিএইচ/এসআরএস/এএসআর