ঢাকা: তরুণরাই আগামীর ভবিষ্যৎ। তরুণরাই গড়বে বিশ্ব।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজায় বাংলাদেশ পার্লামেন্ট ও সিপিএ আয়োজিত ‘সিপিএ ইয়ুথ রোড শো অন পার্লামেন্টারি ডেমোক্রেসি’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্যে এ কথা বলেন তিনি।
স্পিকার বলেন, কমনওয়েলথভুক্ত দেশগুলোর মোট জনসংখ্যার বিপুল অংশ তরুণ। গণতন্ত্রের সুফল পেতে এ তরুণ সমাজকে গণতন্ত্র সম্পর্কে আগ্রহী ও শিক্ষিত করে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, কমনওয়েলথভুক্ত দেশগুলোর একই মূল্যবোধ, সংসদীয় গণতন্ত্র, জেন্ডার সমতা ইত্যাদি বিষয়ে তরুণ সমাজকে অবহিতকরণ ও শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে ‘সিপিএ ইয়ুথ রোড শো অন পার্লামেন্টারি ডেমোক্রেসি’ শীর্ষক কর্মসূচি গ্রহণ করেছে। এবছর মার্চ মাসে বাংলাদেশ থেকে এ কর্মসূচি শুরু হয় এবং কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশে বছরব্যাপী এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।
স্পিকার আরও বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ শিক্ষার্থীদেরকে সংসদীয় গণতন্ত্র সম্পর্কে অবহিতকরণের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে তরুণ শিক্ষার্থীরা সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পেয়ে গণতন্ত্র সম্পর্কে তাদের ধ্যান-ধারণার উৎকর্ষ সাধনে সক্ষম হয়েছেন। তিনি ভবিষ্যতেও এ কর্মসূচি অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কীত স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি ও সংসদ সদস্য পংকজ নাথ বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে হুইপ মাহবুব আরা বেগম গিনি, সংসদ সদস্য মো. মাহবুব আলী, সাগুফতা ইয়াসমিন এবং উম্মে কুলসুম স্মৃতি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এসময় জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ, শহীদ বীর উত্তম আনোয়ার গার্লস কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও নটরডেম কলেজের ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। উন্মুক্ত আলোচনা পর্বে শিক্ষার্থীরা সংসদ সদস্যদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন। পরে শিক্ষার্থীরা সংসদ ভবন ঘুরে দেখেন।
বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
এসএম/জেডএস