জামালপুর: জামালপুরের সরিষাবাড়ীতে কমিউনিটি পুলিশিং ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে কমিউনিটি পুলিশিং ফোরাম এ সমাবেশের আয়োজন করে।
উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মো. আব্দুল গনির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন- জামালপুরের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) রওনক জাহান।
বিশিষ অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদ এ জেড মোরশেদ আলী খান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) তাওহীদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মিজানুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোফাজ্জল হোসেন, অ্যাডভোকেট জহুরুল ইসলাম মানিক, সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি সোলায়মান বাবু, কামরাবাদ ইউপি চেয়ারম্যান মুনসের আলী, কাউন্সিলর কালাচান পাল, সাতপোয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
এজি