ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকায় পশমী সুয়েটার কারখানায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকায় পশমী সুয়েটার কারখানায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে ওই কারখানার শ্রমিকরা তাদের পাওনা বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ করেন।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শেখ ফরিদ জানান, গত ৪ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে পশমী সুয়েটার কারখানায় শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করেন। তবে এতে কোনো প্রকার ভাঙচুর ও অবরোধের সৃষ্টি হয়নি।

পরে বৃহস্পতিবার সন্ধ্যায় কারখানার কর্তৃপক্ষ ও পুলিশ শ্রমিকদের বুঝিয়ে এক মাসের বেতন পরিশোধ করলে তারা কারখানা থেকে চলে যান।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
আরএস/এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।