ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় পৃথক স্থান থেকে ২ মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
ফতুল্লায় পৃথক স্থান থেকে ২ মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক দুইটি স্থান থেকে এক প্রবাসীর স্ত্রী ও এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক দুইটি স্থান থেকে এক প্রবাসীর স্ত্রী ও এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহতরা হলেন- ফতুল্লার তক্কারমাঠ এলাকার সিঙ্গাপুর প্রবাসী আবুল বাশারের স্ত্রী ডালিয়া আক্তার (৩২) ও পশ্চিম লামাপাড়া এলাকার নিতাই চন্দ্র মন্ডল (৭০)।

এদের মধ্যে ডালিয়া আক্তারের মৃত্যুর পর শ্বশুরবাড়ির সকল সদস্য আত্মগোপন করেছে বলে জানা যায়।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, পৃথক দুটি এলাকা থেকে দুই জনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান এসআই মিজানুর।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।