ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

‘সাহসের কারণে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
‘সাহসের কারণে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে’

সাহসের কারণে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

ঢাকা: সাহসের কারণে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

তিনি বলেন, সাহসের কারণে বাংলাদেশের উন্নয়নের দ্যুতি ছড়িয়ে পড়ছে।

কেউ কোনোদিন চিন্তাই করতে পারেননি, আমরা বিশ্ব ব্যাংককে চ্যালেঞ্জ জানানোর মতো সাহস দেখাবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু চ্যালেঞ্জ করেননি, কাজ করেও দেখিয়েছেন।  

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে বাংলাদেশ পরমাণু শক্তি বিজ্ঞানী সংঘের কর্ম-পযর্টন (২০১৬-১৭) কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, এখন আমাদের পরমাণু যুগে যেতে হবে। প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়ে দিয়েছেন। এটাও আমাদের চ্যালেঞ্জ। এ কাজ করে দেখাতে হবে। এজন্য আরো যোগ্যতা অর্জন করতে হবে। তবে এক্ষেত্রে আমাদের কিছু সুযোগ-সুবিধার অভাব আছে। আস্তে আস্তে এগুলো দূর হবে বলেও জানান তিনি।

একটি সেক্টরকে উন্নত করতে সংগঠনের অনেক ভূমিকা আছে বলেও মন্তব্য করেন মন্ত্রী।

বাংলাদেশ পরমাণু শক্তি বিজ্ঞানী সংঘের সভাপতি ড. মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. আ. ফ. ম রহুল হক, প্রকৌশলী মো. আলী জুলফিকার নাইন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
এমসি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।