ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় মাদকসেবীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
ফতুল্লায় মাদকসেবীর কারাদণ্ড ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাদকদ্রব্য সেবনের দায়ে নারায়ণগঞ্জের ফতুল্লায় রুহুল আমিন ওরফে রয়েল (৪৫) নামে এক মাদকসেবীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

নারায়ণগঞ্জ: মাদকদ্রব্য সেবনের দায়ে নারায়ণগঞ্জের ফতুল্লায় রুহুল আমিন ওরফে রয়েল (৪৫) নামে এক মাদকসেবীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নাহিদ বারিক এ আদেশ দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত রয়েল ফতুল্লার পাগলা নয়ামাটির মৃত আফজাল হোসেনের ছেলে।

নাহিদা বারিক জানান, মাদকাসক্ত রয়েলের পরিবারে স্ত্রী ও দু’টি কন্যাসহ চারটি সন্তান রয়েছে। এর মধ্যে একজন এসএসসিতে উত্তীর্ণ কন্যা রয়েছে। সে টাকার অভাবে কলেজে ভর্তি হতে পারছে না। তাই বাড়ির পাশে শিশুদের প্রাইভেট পড়িয়ে কলেজে ভর্তি হওয়ার টাকা জোগাড় করলেও মাদকাসক্ত বাবা নেশার জন্য সেই টাকাও নিয়ে যান। নির্যাতন সহ্য করতে না পেরে বাধ্য হয়ে মাদকাসক্ত রয়েলকে ফতুল্লা মডেল থানা পুলিশের হাতে তুলে দেয় পরিবার।

পরে পুলিশ তাকে আমাদের অফিসে নিয়ে এলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।