সিলেট: সিলেট জেলায় ২০১৬ সালে বিভিন্ন পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশের ১৬৯ সদস্য র্যাংক ব্যাজ পেয়েছেন।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় জেলা পুলিশ লাইন্স শহীদ এসপি এম. শামসুল হক মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাদের র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।
প্রধান অতিথি হিসেবে সিলেটের রেঞ্জের ডিআইজি মো. মিজানুর রহমান এবং বিশেষ অতিথি রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
সদ্য পদোন্নতি প্রাপ্ত ৩২ জনকে এসআই পদে, ১২৮ জনকে এএসআই পদে এবং ৯ জনকে এটিএসআই পদের র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ বাহিনীতে ৫০ হাজার জনবল নিয়োগের ঘোষণা দিয়েছিলেন। ওই ঘোষণা কার্যকর হওয়ায় পুলিশ বাহিনীতে পদোন্নতির যে বিশাল সুযোগ তৈরি হয়েছে- তারই ফলাফল এতোজনের পদোন্নতি।
সিলেট জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার জ্যোতির্ময় সরকার অনুষ্ঠান পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) ড. আ.ক.ম. আকতারুজ্জামান বসুনিয়া, স্টাফ অফিসার টু ডিআইজি মো. সুমন মিয়া, জেলা বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নুরুল আবছার খাঁন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
এনইউ/এটি