ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের কলাবাগান এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে নারীসহ ৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- কলাবাগান এলাকার রাশেদ শেখের স্ত্রী সোনিয়া খাতুন (৩২), ময়না খাতুন (৬৫), কুতুব আলীর স্ত্রী হাসিনা খাতুন (৩৫), আবু সাইদের ছেলে বিলু কাজি (২৮) ও আলামিন হোসেন (৪৫)।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী আলামিন হোসেনের সঙ্গে জমি নিয়ে সোনিয়া খাতুনের বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে সন্ধ্যায় আলামিন তার দলবল নিয়ে সোনিয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় উভয়পক্ষের সংঘর্ষে নারীসহ ৫ জন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেছে।
ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
এজি/পিসি