ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরগঞ্জে বিদ্যু‍ৎস্পৃষ্টে ভাই-বোনের মৃত্যু, আটক ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
সুন্দরগঞ্জে বিদ্যু‍ৎস্পৃষ্টে ভাই-বোনের মৃত্যু, আটক ৮

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিরোধপূর্ণ ধানের জমিতে ফেলে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে তসলিম মিয়া (৪০) নামে এক ব্যক্তি ও তার চাচাত বোন মর্জিনা বেগমের (৩০) মৃত্যু হয়েছে।

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিরোধপূর্ণ ধানের জমিতে ফেলে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে তসলিম মিয়া (৪০) নামে এক ব্যক্তি ও তার চাচাত বোন মর্জিনা বেগমের (৩০) মৃত্যু হয়েছে।

শনিবার (১২ নভেম্বর) সকাল ৭টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের পূর্ব ঝিনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত তসলিম মিয়া উপজেলার দহবন্দ ইউনিয়নের ঝিনিয়া গ্রামের মফিজল মিয়ার ছেলে ও মর্জিনা বেগম মজিবর রহমানের মেয়ে।  

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তসলিম ও মর্জিনার সঙ্গে জমি নিয়ে প্রতিবেশী হযরত গংদের বিরোধ চলে আসছিল। রাতে বিরোধপূর্ণ ওই জমিতে হযরতের পক্ষের লোকজন বিদ্যুতের ত‍ার ফেলে রাখে।

শনিবার সকালে তসলিম ও মর্জিনা ওই জমিতে ধান কাটতে গেলে বিদ্যু‍ৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বাংলানিউজকে জানান, এ ঘটনায় পুলিশ প্রতিপক্ষের ৮ জনকে আটক করেছে।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬/আপডেট: ১২৫১ ঘণ্টা
এসআই/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।