ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জের ৭ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
সিরাজগঞ্জের ৭ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সিরাজগঞ্জে সাতটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

সিরাজগঞ্জ: কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সিরাজগঞ্জে সাতটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

 

শনিবার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়েছে।

চলবে বিকেল ৪টা পর্যন্ত।

 

ইউনিয়নগুলো হলো- শাহজাদপুর উপজেলার রুপবাটি ও কৈজুরি ইউনিয়ন, রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়ন, সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়ন, চৌহালী উপজেলার ঘোরজান ইউনিয়ন, শাহজাদপুর উপজেলার গালা ও বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়ন।

জেলা নির্বাচন অফিসার আব্দুর রহিম বাংলানিউজকে জানান, জেলার সাতটি ইউনিয়নে মধ্যে দু’টিতে সবকটি কেন্দ্র ও পাঁচটিতে একটি করে কেন্দ্রে নির্বাচন হচ্ছে।

তিনি জানান, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আনসার, পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও প্রতিটি কেন্দ্রে একাধিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

এদিকে, আদালতের নিষেধাজ্ঞা থাকার কারণে উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়ন পরিষদের নির্বাচন পুনরায় স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।