কেরানীগঞ্জ (ঢাকা): দক্ষিণ কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ নভেম্বর) সকাল ৯টার দিকে মীরেরবাগ গুদারাঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সামসুল আলম বাংলানিউজকে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
এজি