ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার সদস্য হত্যা মামলার আসামি শিহাবকে ১০ রিমান্ড চেয়ে শনিবার (১২ নভেম্বর) আদালতে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম।
শনিবার (১২ নভেম্বর) বেলা ১টায় বাংলানিউজকে এ তথ্য জানান ওসি নিজেই।
ওসি বলেন, রোববার (০৬ নভেম্বর) সন্ধ্যায় শিহাব নামে ওই যুবক বিমানবন্দরে প্রবেশের চেষ্টা করে। এ সময় আনসার সদস্যরা বাধা দেওয়ায় এলোপাতারি ছুরিকাঘাত করে। তার ছুরিকাঘাতে সোহাগ আলী (৩০) নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়।
আনসার সদস্যরা ধস্তাধস্তি করে তাকে আটক করে। এক পর্যায়ে শিহার কিছুটা আঘাতপ্রাপ্ত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় সোমবার (০৭ নভেম্বর) বিমানবন্দর থানায় আনসার সদস্য আশরাফুল আলী বাদী হয়ে শিহাবের কিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
ওসি বলেন, শিহাব সুস্থ হওয়ায় হাসপাতালের চিকিৎসকরা শনিবার সকালে ছাড়পত্র দিয়ে দেন। ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
এজেডএস/বিএস