ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
জয়পুরহাটে মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের মানববন্ধন

চাকরি স্থায়ীকরণসহ ৫দফা দাবিতে জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জার পদে কর্মকর্তারা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

জয়পুরহাট: চাকরি স্থায়ীকরণসহ ৫দফা দাবিতে জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জার পদে কর্মকর্তারা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

 

শনিবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে জয়পুরহাট পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন- মিটার রিডার ম্যাসেঞ্জার ঐক্য পরিষদের আহ্বায়ক ওয়াহেদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সাদেকুল ইসলাম ও গোলাম মোস্তফা।

এ সময় বক্তারা বলেন- দাবি না মানা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।