ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে ৫০ পুলিশ সদস্যের পদোন্নতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
ফেনীতে ৫০ পুলিশ সদস্যের পদোন্নতি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী জেলা পুলিশের ৫০ সদস্যকে পদোন্নতি দেওয়া হয়েছে।

ফেনী: ফেনী জেলা পুলিশের ৫০ সদস্যকে পদোন্নতি দেওয়া হয়েছে।

শনিবার (১২ নভেম্বর) সকালে ফেনী পুলিশ লাইনে পুলিশ সুপার রেজাউল হক পদোন্নতিপ্রাপ্ত সবাইকে ব্যাজ পরিয়ে দেন।

পুলিশ সূত্র জানায়, উপ-পরিদর্শক (এসআই) পদ থেকে পরিদর্শক হিসেবে পদোন্নতি পেয়েছেন একজন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদ থেকে এসআই হিসেবে পদোন্নতি পেয়েছেন আটজন। এছাড়া কনস্টেবল থেকে এএসআই হিসেবে পদোন্নতি পেয়েছেন ৪১ জন।

এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।