মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় কবির হোসেন (৪২) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।
শনিবার (১২ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কবির হোসেন জেলার দৌলতপুর উপজেলার বড়হাতকোড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। তিনি ঘিওরের সিংজুরি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক।
বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ-দৌলা বাংলানিউজকে জানান, দুপুরে মোটরসাইকেলে করে শিবালয় উপজেলা পরিষদের দিকে যাচ্ছিলেন কবির হোসেন। পথে টেপড়া এলাকায় এলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। এতে মোটরসাইকেল নিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এজি/এসআই