বরিশাল: বরিশালে ১৫ মণ জাটকাসহ আটক চার জেলেকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হোসেন খান এ জেল-জরিমানা করেন।
নৌ-পুলিশের অতিরিক্ত সুপার আব্দুল মোতালেব বাংলানিউজকে জানান, নৌ-পুলিশ ও মৎস্য অধিদপ্তরের সদস্যরা যৌথভাবে বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার কালাবদর ও লাহারহাট নদীতে অভিযান চালায়। এসময় ১৫ মণ জাটকা ও দুই হাজার মিটার কারেন্টজালসহ চার জেলেকে আটক করা হয়।
সন্ধ্যায় তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় বিচারক তাদের একজনকে ১৫ মাসের কারাদণ্ডাদেশ, দু’জনকে ১০ হাজার টাকা এবং একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
জব্দ করা জাটকা স্থানীয় এতিম খানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
এমএস/বিএসকে/এসআই