ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে জেলা জাপা’র আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
ঝালকাঠিতে জেলা জাপা’র আলোচনা সভা অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝালকাঠিতে জেলা জাতীয় পার্টির (জাপা) নব গঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ঝালকাঠি: ঝালকাঠিতে জেলা জাতীয় পার্টির (জাপা) নব গঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ নভেম্বর) সকালে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা জাপার নব গঠিত কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ার হোসেন আনু।

সভায় প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় নেতা ফখরুল আহসান শাহজাদা এবং বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় নেতা ডা. সেলিনা খাতুন উপস্থিত ছিলেন।

বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতা এমএ কুদ্দস খান, সেলিম রেজা, বেগম জাহানারা মুকুল, এ কে এম মোস্তফা, ঝালকাঠি জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন তালুকদার, যুব সংহতির সভাপতি মঞ্জুরুল ইসলাম, ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম রেজাউল করিম ও জেলা ছাত্র সমাজের সভাপতি আশরাফুর রহমান শাকিল প্রমুখ।

বক্তারা জাপাকে তৃর্ণমূল পর্যায় থেকে শক্তিশালী করে আগামীতে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
এমএস/আরবি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।