গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের ঝাউবাড়ী গ্রামে ট্রাক্টরের চাপায় সৌমিক মিয়া (১০) নামে একটি শিশু নিহত হয়েছে।
শনিবার (১২ নভেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে মালিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আযম শাহ্ রুনু জানান, বিকেলে ঝাউবাড়ী গ্রামের একটি জমিতে এক ব্যক্তি ট্রাক্টর দিয়ে হাল চাষ করছিলেন। একই সময় সৌমিক ওই জমিতে দাঁড়িয়ে খেলছিল। এসময় ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
এসআই