ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার সদস্য সোহাগ আলী (৩০) হত্যা মামলা তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
শনিবার (১২ নভেম্বর) দুপুরে বিমানবন্দর থানা পুলিশের পক্ষ থেকে মামলাটি সিটিটিসি ইউনিটের কাছে হস্তান্তর করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) এজাজ শফিক বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলানিউজকে তিনি বলেন, এ ঘটনায় থানায় দায়ের করা মামলাটি তদন্তের দায়িত্ব পুলিশের সিটিটিসি ইউনিটের কাছে স্থানান্তর করা হয়েছে।
আর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে আসামি শিহাবকে শনিবার দুপুরে রিলিজ দেওয়া হয়েছে জানিয়ে এজাজ শফিক বলেন, আসামিকেও সিটিটিসিতে হস্তান্তর করা হয়েছে।
‘তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রোববার (১৩ নভেম্বর) আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হবে। ’
এদিকে দুপুরে শিহাবকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে গেছেন সিটি ইউনিটের কর্মকর্তারা।
এর আগে গত ৬ নভেম্বর সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দ্বিতীয় তলায় বহির্গমন লাউঞ্জের দুই নম্বর গেটে ছুরি হাতে হামলা চালান শিহাব।
ওই সময় তার ছুরিকাঘাতে সোহাগ আলী নামে এক আনসার সদস্য নিহত হন।
বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
এসজেএ/এমএ