ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

জাতীয় নবান্ন উৎসব মঙ্গলবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
জাতীয় নবান্ন উৎসব মঙ্গলবার

জাতীয় নবান্ন উৎসব ১৪২৩ উদ্‌যাপিত হবে আগামী মঙ্গলবার (১৫ নভেম্বর) পহেলা অগ্রহায়ণ।

ঢাকা: জাতীয় নবান্ন উৎসব ১৪২৩ উদ্‌যাপিত হবে আগামী মঙ্গলবার (১৫ নভেম্বর) পহেলা অগ্রহায়ণ।

জাতীয় নবান্নোৎসব উদ্‌যাপন পর্ষদের আয়োজনে ও ল্যাবএইডের সহযোগিতায় এবারের উৎসব অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলা ও ধানমণ্ডি রবীন্দ্র সরোবর মুক্তমঞ্চে।

প্রথম পর্বের অনুষ্ঠানমালা সকাল ৭টা ১ মিনিটে শুরু হয়ে সকাল ৯টায় নবান্ন শোভাযাত্রার মাধ্যমে শেষ হবে। দ্বিতীয় পর্ব একযোগে ধানমণ্ডি রবীন্দ্র সরোবর মুক্তমঞ্চ ও চারুকলার বকুলতলায় দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

এ বছরের উৎসবের উদ্বোধন করবেন ভাষা সংগ্রামী, লেখক সংস্কৃতিজন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

উদ্বোধনী নবান্ন কথনে অংশ নেবেন পর্ষদের চেয়ারপার্সন লায়লা হাসান, আহ্বায়ক শাহরিয়ার সালাম এবং উৎসবের সহযোগী ল্যাবএইডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এম শামীম।

উৎসবে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, নবান্ন শোভাযাত্রা, আদিবাসী পরিবেশনাসহ বিভিন্ন পরিবেশনা থাকবে। থাকবে ঢাক-ঢোলের বাদন আর মুড়ি-মুড়কি-বাতাসা ও পিঠার আয়োজন।

উৎসবে গত শুক্রবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ এবং ছবিগুলো উৎসব অঙ্গনের দেয়ালে প্রদর্শিত হবে।

দিনব্যাপী আয়োজনে জাতীয় নবান্নোৎসব উদ্‌যাপন পর্ষদ ছাড়াও সঙ্গীত, নৃত্য, আবৃত্তিতে অংশ নেবে উদীচী, ঋষিজ, খেলাঘর, বহ্নিশিখা, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, ক্রান্তি, নৃত্যাঞ্চল, পঞ্চভাস্কর, আচিক, নটরাজ, নৃত্যম, দৃষ্টি, সৃষ্টি, গীতি শতদল, আনন্দন, নন্দন কলাকেন্দ্র, স্পন্দন, সুরবিহার, নৃত্যজন, সাম্য, বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস, অগ্নিবীনা, অভ্যূদয়, কাঁদামাটি, জাগো আর্ট সেন্টার, কত্থক নৃত্য সম্প্রদায়, বেনুকা, নৃত্যাক্ষ, নৃত্যাঙ্গন, আঙ্গিকাম, নৃত্যমঞ্চ, স্বভূমি লেখক শিল্পীকেন্দ্র, নন্দন, গ্রহস্বর, সুরধ্বনি, পঞ্চায়েত, মরমী লোকসঙ্গীত শিল্পীগোষ্ঠী, সুরতাল, কল্পরেখা, উদয়ন, নান্দিনিক নৃত্যকেন্দ্রসহ অর্ধশতাধিক সংগঠন। একক আবৃত্তি ও সঙ্গীতে অংশ নেবেন প্রতিথযশা শিল্পীরা। রাতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে উৎসব সমাপ্ত হবে।

উৎসব আয়োজনের বিস্তারিত নিয়ে শনিবার (১২ নভেম্বর) বেলা ১১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় নবান্নোৎসব উদ্‌যাপন পর্ষদ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পর্ষদের আহ্বায়ক শাহরিয়ার সালাম। উপস্থিত ছিলেন পর্ষদের চেয়ারপার্সন লায়লা হাসান, কো-চেয়ারপার্সন শুভ রহমান, কাজী মদিনা, মানজার চৌধুরী সুইট, যুগ্ম আহ্বায়ক নাঈম হাসান সুজা, সদস্য আবুল ফারাহ পলাশ, এনামুল লতিফ, অলোক বসু, জসিমউদ্দিন হৃদয়, রেজিনা ওয়ালী লীনা, অনিকেত আচার্য, ল্যাবএইডের কর্মকর্তা সাইফুর রহমান লেনিন প্রমুখ।

লিখিত বক্তব্যে পহেলা অগ্রহায়ণে সরকারি ছুটির দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।